
ঢাকা: বিশ্ববাজারে মূল্য কমলেও বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যে কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। রোববার দুপুরে চট্টগ্রামের ইস্টার্ণ রিফাইনারি দ্বিতীয় ইউনিটের চলমান প্রকল্প পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
# বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম দ্রুততর সময়ে খুলে দেয়ার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এলিসন ব্লেক। বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
# প্রায় নয় মাসের তদন্তের পর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার বিচার শুরু হয়েছে। রোববার সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত জেএমবির আট জনকে আসামি করে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন। অভিযোগপত্রে রংপুর মহানগর বিএনপি নেতা রাশেদুন্নবী বিট্লবসহ ছয় জনকে অব্যহতি দিয়ে পলাতক চার জেএমবি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুর রহমান এ আদেশ দেন।
# রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব আয় বৃদ্ধির জন্য কঠোর ভাবে কাজ করবে সরকার। অব্যবহৃত জমি বরাদ্দ, বরাদ্দকৃত জমি শর্তভঙ্গ, রেলওয়ের জমিতে অবৈধ সাবলেট ও বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। রোববার দশম জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।
# গুলশানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে তদন্ত সংস্থার সঙ্গে কথা না বলে ‘কথিত অনুসন্ধানী প্রতিবেদন’ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। রোববার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রতি এ অনুরোধ জানান তিনি।
# দেশে সর্বত্র বিরাজ করছে জঙ্গি আতঙ্ক। আর এই আতঙ্কের রেশ পড়েছে মিডিয়া ভূবনেও। নাটক-চলচ্চিত্র নির্মাণের জন্য রাজধানীর উত্তরায় অবস্থিত শ্যুটিং হাউজগুলো বেশ জনপ্রিয় বলা যায়। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত শ্যুটিং লেগেই থাকে। কখনো কখনো সারা রাত অবধি চলে শ্যুটিং। কিন্তু জঙ্গি আতঙ্কে এবার কিছুটা পরিবর্তন আসছে শ্যুটিংয়ের সময়ে।
# থাইল্যান্ডে রোববার অনুষ্ঠিত গণভোটে সেনা নিযুক্ত কমিটি দ্বারা লিখিত সংবিধানের একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন থাই ভোটাররা। থাই নির্বাচন কমিশন জানায়, এ পর্যন্ত শতকরা ৯১ ভাগ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে শতকরা ৬১ ভাগ ভোটার সেনা প্রণীত সংবিধানের পক্ষে অনুমোদন দিয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই