
ঢাকা: চিফ জাস্টিস, জজ এবং আইনজীবীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বিচার যদি করতে হয় তাহলে হাসিনারও বিচার করতে হবে।’ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
# মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এর বাংলাদেশ প্রধান শায়খ আবু ইবরাহিম আল-হানিফ বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে জানিয়েছে কানাডার একটি পত্রিকা। মঙ্গলবার কানাডার ন্যাশনাল পোস্ট এর একটি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীই আইএস ম্যাগাজিন দাবিক এ উল্লেখিত বাংলাদেশ প্রধান শায়খ আবু ইবরাহিম আল-হানিফ।
# বিভিন্ন জেলা জজ আদালতের জন্য পাঁচ কোটি ৩৫ লাখ টাকায় ১৫টি গাড়ি কেনার ঘটনাকে বিচার বিভাগ শক্তিশালী করার সরকারি অঙ্গীকার বাস্তবায়নের ‘জ্বলন্ত উদাহরণ’ আখ্যা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সংবাদ সরকারি তথ্যবিবরণীর।
# রাজধানীর গুলিস্তানে হকারদের সঙ্গে বিপণিবিতানের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
# চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে তিনি এ কথা বলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই