ঢাকা: বাংলাদেশে আইএস(ইসলামিক স্টেট)’র নামে তিন দিনে দুই হিন্দু ধর্মচারী হত্যার ঘটনায় উদ্বিগ্ন ভারত। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটির গোয়েন্দা কর্মকর্তারা এই ঘটনাকে তারা ‘বিশেষ বার্তা’হিসেবে চিহ্নিত করেছেন। গোয়েন্দাদের শঙ্কা, আইএস’র এই বার্তা সে দেশের উগ্র মুসলমানদের বাংলাদেশমুখী করবে। আসাম, পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশ ঘেষা রাজ্যগুলোর নিরাপত্তা নিয়েও তারা উদ্বিগ্ন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
# ঢাকা: দেশের বিভিন্ন স্থানে চলমান গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১৯ জুন বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত দেশব্যাপী ১ ঘন্টা মানববন্ধন এবং ১৪ জুন ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
# ঢাকা: রাজধানীর গুলিস্তানে মার্কেট ব্যবসায়ী ও ফুটপাতের হকার সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় পল্টন থানার ওসি মোরশেদ আলম নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
# গোপালগঞ্জ: পাবনায় সন্ত্রাসী হামলায় নিহত পুরোহিত নিত্যরঞ্জন পান্ডের জন্মভিটা গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়াকংশুর গ্রামে চলছে শোকের মাতম। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাইসহ পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে ভারি হয়ে উঠেছে আকাশ-বাতাস। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
# ঢাকা: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মনি। দেশের গণ্ডী পেড়িয়ে এবার মাতাচ্ছেন কলকাতা। যৌথ প্রযোজনার ‘রক্ত’ চলচ্চিত্রে অ্যাকশন লেডি লুকে দেখা যাবে তাকে। মঙ্গলবার থেকে কলকাতার হাওড়া নদীতে একটি জাহাজে শুরু হয়েছে পরীর অ্যাকশন মিশন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই