সংবাদ সংক্ষেপ: রাত ৯টা

ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলায় এক নারী শ্রমিককে গণধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শামীম আহাম্মেদ এই রায় দেন।
- বিশ্ববিদ্যালয়গুলোতে যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হয় তা কোনো পরীক্ষা পদ্ধতি হতে পারে না বলে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘এ পদ্ধতিতে সঠিকভাবে মেধা যাচাই হয় না।’
- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এক মানহানি মামলায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।
- দাবি তাদের একটাই, বিশ্ববিদ্যালয়ে হল চাই। মঙ্গলবার সকাল থেকে আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ঘোষিত ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
- ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন কাউন্টারগুলোতে সেপ্টেম্বরের ৫ থেকে ১১ তারিখের টিকিট বিক্রি করা হয়েছে। যেখানে ৮ তারিখে টিকিটের ওপর বেশি চাপ বলে জানিয়েছেন বিক্রেতারা।
- ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন কাউন্টারগুলোতে সেপ্টেম্বরের ৫ থেকে ১১ তারিখের টিকিট বিক্রি করা হয়েছে। যেখানে ৮ তারিখে টিকিটের ওপর বেশি চাপ বলে জানিয়েছেন বিক্রেতারা।
- একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন বুধবারের কার্যতালিকায় (কজলিসস্টে) রয়েছে। ততে তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আবারো সময় আবেদন করেছেন বলে জানান অ্যাডভোকেট গাজী তানিম।
- ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া গেলেও গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অপারেশন থান্ডারবোল্টে নিহত জঙ্গিদের মরদেহ হস্তান্তর কিংবা লাশ দাফনের সিদ্ধান্ত নিতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
- ডিএনএ পরীক্ষার মাধ্যমে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অপারেশন থান্ডারবোল্টে নিহত ছয় জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, ‘গুলশান হামলায় নিহত ছয় জঙ্গি এবং তাদের পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।
- কিছু দিন আগেই ঘোষণা দেয়া হয়েছিল, শুটিং শেষ না হওয়ায় ঈদে মুক্তি পাচ্ছে না জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘রক্ত’। তবে পরিবর্তন এসেছে সিদ্ধান্তে। পরীর দর্শদের জন্য সুখবর হলো আসছে ঈদেই মুক্তি পাচ্ছে ‘রক্ত’। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রক্ত’ ছবিটি ঈদে মুক্তি পাবে বলে জানানো হয়।
- নাইজেরিয়ার বিমান হামলায় দেশটির জঙ্গিগোষ্ঠী বোকো হারামের জ্যেষ্ঠ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে বিমান বাহিনী। এছাড়া এই হামলার ফলে সংগঠনটির বিতর্কিত নেতা আবুবকর শেকাউ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সম্পাদনা: সজিব ঘোষ