
ঢাকা: ক্লোজসার্কিট ক্যামেরার ভিডিওচিত্রে দেখা গেছে সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারের পরই মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের তদন্ত নতুন মোড় নিয়েছে। আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে জঙ্গিরা খুন করতে পারে -এমন ধারণার ভিত্তিতে এতদিন তদন্ত চললেও এখন পুলিশ ভাবছে, ‘মিতুর খুনিরা ভাড়াটেও হতে পারে’।
# জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে শনিবার বিকাল পর্যন্ত তিন হাজার ১৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জঙ্গি মাত্র ৩৭ জন। শনিবার বিকালে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
# একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম আর সংবিধানের মাথার ওপর বিসমিল্লাহ ধর্মনিরপেক্ষ দেশ হতে পারে না।’ শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে খুলনা বিএমএ মিলনায়তনে ‘ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও আজকের বাংলাদেশ শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
# বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যতোগুলো ঘটনা ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী তা দক্ষতার সাথে উদঘাটন করছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগকে দোষারোপ করে তিনি মূলত জঙ্গিদের সমর্থন দিয়েছে।’ শনিবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
# মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেনের সঙ্গে বিজ্ঞাপনে নাম লেখালেন ক্রিকেট বিশ্বের নতুন নাম মুস্তাফিজুর রহমান। এবার পূর্বসূরিদের পথে হাঁটতে শুরু করেছেন ক্রিকেট বিশ্বের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমানও। কোমল পানীয় কোকাকোলার নতুন একটি বিজ্ঞাপনে দেখা গেছে ‘ফিজ’কে। সঙ্গে ছিলেন তার বড়ভাই।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই