সংবাদ সংক্ষেপ: রাত ৯টা

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যার পরিবেশ তৈরি করেছিলো। দলটির এক নেতাকে বর্তমান সরকারের মন্ত্রিসভায় থাকায়ও তিনি আক্ষেপ প্রকাশ করেছেন।
- বিশ ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের ওপর নো আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের চেম্বর জজ আদালত। ফলে হাইকার্টের দেয়া আদেশ আপিল চেম্বারে বহাল রইলো। একই সঙ্গে আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন আদালত। এ বিষয়ে ১৫ জুন শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মেরসেদ।
- বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা কামণায় নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামণার কথা অস্বীকার করলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। নিউজনেক্সট ডটকম’র প্রশ্নের জবাবে সোমবার বিকেলে তিনি দাবি করেছেন, এমন কোনো কথা তিনি বলেননি।
- কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করবে বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স (বিএনএ) জোট বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
- কয়েকদির আগেই প্রেমিকা আঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটে সুশান্ত সিং রাজপুতের। দীর্ঘ সময়ের প্রেম কাহিনীতে ইতি টানার পর ইন্সটাগ্রামে অফিসিয়াল অ্যাকাউনটি বন্ধ করে দেন সুশান্ত। তবে নতুন করে আবারো তাকে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে দেখা যাচ্ছে। আসন্ন ‘রাবতা’ চলচ্চিত্রের সহশিল্পী কৃতি শ্যাননের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ৩০ বছর বয়সি অভিনেতা সুশান্ত। ছবিটি তোলা হয় বুদাপেস্টে।
- চলছে রমজান আর কিছুদিন পরই আনন্দের ঈদ। রমজান মাসে ঢাকাই চলচ্চিত্রে মুক্তি দেয়া হয় না কোনো ছবি। রমজান শেষে ঈদের আনন্দের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করতে মুক্তি দেয়া হয় নতুন নতুন চলচ্চিত্র। তবে এবার ঈদে চলচ্চিত্র প্রেমীদের জন্য আনন্দের মাত্রাটা যেন একটু বেশি। কেননা এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড কিং শাকিব খানের তিনটি ছবি সহ মোট চারটি সিনেমা। চারটি ছবিই খুব আলোচিত এবং বড় বাজেটের ছবি।
- সরকার দোষারোপের রাজনীতি করে না। বরং জঙ্গি-সন্ত্রাস-গুপ্তহত্যা দমনে বদ্ধপরিকর বলে সাফ জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘সরকার অহেতুক দোষারোপ করে না। ব্লেম-গেম খেলে না। খালেদা জিয়াই নিজেদের অপকর্ম আড়াল করতে দোষারোপের রাজনীতি করছেন, ব্লেম-গেম খেলছেন।’ সোমবার বেলা ১২টায় তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
- উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশে উগ্রবাদীদের হত্যাকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত দুই হাজারেরও অধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
- বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল-২ পর্যায়ে পাসের হার ৩ দমিশক ২২ শতাংশ, স্কুল পর্যায়ে ২৯ দশমিক ৬৭ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ।
- রাজধানীতে আবারো বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মার্সিডিজ বেঞ্জ গাড়িটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সকালে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা একটি বিলাসবহুল গাড়ি মার্সিডিজ বেঞ্জ জব্দ করা হয়।
- সৌন্দর্য কি? সুনির্দিষ্টভাবে বলা যায় মনোমুগ্ধকর একটি বিষয়, সম্ভবত ক্ষণস্থায়ী। কিন্তু ডেনিস পরিচালক নিকোলাস উইন্ডিং রেফনের মত অনুযায়ী, এটি নিশ্চিতভাবেই প্রাণঘাতী। রেফনের দশম চলচ্চিত্র ‘দ্য নিয়ন ডেমন’ এ বর্তমানের সৌন্দর্য শিল্পের প্রাণঘাতী বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি