সংবাদ সংক্ষেপ: রাত ৯টা

ঢাকা: বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল দাবি করেছেন, আইএস ইস্যুতে (ইসলামিক এস্টেট) তার সাথে একমত হয়েছে যুক্তরোষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এ ব্যাপারে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিনিও এ কথা স্বীকার করেছেন যে, বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই। আমাদের সঙ্গে একমত হয়েছেন।’
- আগামী ২২ জুন থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিবারের মতো এবারো ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এসব তথ্য জানান।
- বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলের আওতায় আনুষ্ঠানিকভাবে ট্রান্স শিপমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সকাল ১১ টায় এর উদ্ধোধন করবেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। ইতিমধ্যে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ট্রান্সশিপমেন্টের ফলে বাংলাদেশ- ভারত উভয় দেশই লাভ বান হবে।’
- সরকারের গেজেট অনুযায়ী কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র বেতনভাতা খোরাকী বৃদ্ধিকরণসহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে ৯দিন ধরে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় দূরপাল্লার কোচ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দিবেন না বলে ঘোষণা দিয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শ্রমিক নেতারা।
- প্রকাশ করা হয়েছে ২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের তালিকা। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ২০১৫-১৬ অর্থ বছরে ৭টি পূর্ণদৈর্ঘ্য ও ৫টি স্বল্পদৈর্ঘ্যসহ মোট ১২ চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়।
- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ও প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে বাজেটের প্রতিবিম্ব’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি