
ডেস্ক: বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। রোববার সকাল ৬টার দিকে মহিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
# সদ্য শেষ হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে হারের জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআইকে দায়ী করেছেন হিলারি ক্লিনটন। শীর্ষ নির্বাচনী তহবিলদাতাদের সঙ্গে ফোনালাপে হিলারি তার হারের কারণ এভাবে ব্যাখ্যা করেছেন, বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে। এ ফোনালাপ গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে।
# এশিয়ার খারাপ বিমানবন্দরের তালিকায় শীর্ষ দশে নাম রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। টানা তৃতীয়বারের মতো নবম স্থানে জায়গা হয়েছে দেশের প্রধান বিমানবন্দরটি। বিশ্বব্যাপী বিমানের যাত্রীদের ওপর চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান স্লিপিংএয়ারপোর্টস ডটকম এ তথ্য দিয়েছে। এ ওয়েবসাইটটি প্রতিবছর যাত্রীদের মতামতের ওপর ভিত্তি করে বিশ্বের বিমানবন্দরগুলোর ভালো-মন্দের তালিকা প্রকাশ করে।
# চট্টগ্রামের নগরীর ঘাটফরহাদবেগ এলাকায় একটি কলোনিতে রোববার সকালে আগুণ লেগেছে। ওই কলোনিতে থাকা একটি কাগজের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি