সংবাদ সংক্ষেপ: সকাল ৯টা

ডেস্ক: জাতিসংঘ জলবায়ু-সংক্রান্ত উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে সোমবার তিন দিনের সরকারি সফরে মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরক্কোর পশ্চিমাঞ্চলীয় শহর মারাক্কেশে ২২তম এ সম্মেলন অনুষ্ঠিত হবে। যা কনফারেন্স অব পার্টিস’র (কপ-২২) নামে পরিচিত। খবর বাসস।
- সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে সোমবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
- সংবিধানের অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ঘোষণা এবং পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার পরও ইসলামকে রাষ্ট্রধর্ম রাখা সংক্রান্ত রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন রিটকারী আইনজীবী।
- দায়িত্ব গ্রহণের পর প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে তাৎক্ষণিকভাবে বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন সাক্ষাতকারে এই বাক্য-বোমার বিস্ফোরণ ঘটালেন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।
- বারেবার কেঁপে উঠছে নিউজিল্যান্ড। স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৪ মিনিট) ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয় নি।
- যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজারো অভিবাসী ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের ৩০ লাখ অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার ঘোষণার প্রতিবাদে দেশটিতে বসবাসরত অভিবাসীরা বিক্ষোভে নামেন।
গ্রন্থনা: প্রণব