
ডেস্ক: রাজধানীতে আলকাতরা বহনকারী গাড়ির চাকা বিস্ফোরণ হলে গরম আলকাতরা লেগে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ধানমন্ডির চার নম্বার রোডে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
# যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন। রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করা হয়।
# সিলেট ও হবিগঞ্জে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে সিলেটে ও ৮টা ২ মিনিটে হবিগঞ্জে এ ভূমিকম্প অনুভূত হয়। সিলেট ও হবিগঞ্জ আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করলেও এর সঠিক মাত্রা বলতে পারেনি। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
# নূপুরের নিক্বণে নৃত্যের ছন্দে মুখর হয়ে উঠেছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। নৃত্য সবচেয়ে প্রাচীন শিল্পমাধ্যম। শরীরী শৈলীর মাধ্যমে দর্শকের হূদয়ে নাড়া দেয়। প্রকাশ করে নিজস্ব শিল্প-ভাষা। নৃত্যের ছন্দোবদ্ধ উপস্থাপনার সঙ্গে অভিনয় শৈলী মুগ্ধতা ছড়াল দর্শকদের হূদয়ে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে সারাদেশের ১৬টি নৃত্য সংগঠন অংশ গ্রহনে শুরু হলো আট দিনব্যাপী জাতীয় নৃত্যনাট্য উৎসব।
# প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) কনফারেন্স অব পার্টিসের (কপ-২২) উচ্চ পর্যায়ের দুটি পর্বে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে মরক্কোয় পৌঁছেছেন। ইউএনএফসিসি (কপ-২২) বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন হিসেবে সুপরিচিত। মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাকাশে ইউএনএফসিসির ২২তম এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
# সিলেটে সাবেক বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন আসামির ফাঁসি এবং দুই আসামির যাবজ্জীবন দন্ড বহালের চূড়ান্ত রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে।
# নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের কয়েকটি গ্রামে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ছয় পুলিশসহ অর্ধশতাধিক। ইউপি নির্বাচনী বিরোধের জের ধরে পুলিশ টহলের মধ্যেই গতকাল সোমবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি