
ডেস্ক: রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’অইদুল ওরফে মামা সাগর (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশের রাস্তায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মহিউদ্দিন নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য বিষয় নিশ্চিত করেছেন।
জেলার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের আতাউল্লাহকান্দি গ্রামের মাদকাসক্ত ফয়সাল মিয়াকে (২৫) গলা টিপে হত্যা করল তার মা ফাতেমা বেগম। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে মাদকাসক্ত ফয়সাল মিয়া মাদকসেবন করে নিজ ঘরে ঘুমিয়ে থাকাকালীন মা ফাতেমা বেগম তার মাদকসেবী সন্তানকে গলাটিপে হত্যা করে।
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হল ৮ম শ্রেণির ছাত্রী। এই ঘটনায় ধর্ষণের শিকার ঐ ছাত্রী বাদী হয়ে প্রেমিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছে। প্রেমের সূত্র ধরে তার সাথে দেখা করতে গত মঙ্গলবার সকালে ফুলবাড়ীতে আসে মেয়েটি। প্রেমিক মাহাবুব বেড়ানোর উছিলায় তাকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্ষণ করে।
দেশের মাটিতে ইউরো ২০১৬ দারুণ ভাবে শুরু করার পর— সবার আগে শেষ ষোলোও নিশ্চিত করলো ফ্রান্স। বুধবার রাতে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো ফরাসিরা। কিন্তু কিংসলে কোমানের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
আশুতোষ গোয়াড়িকরের স্বপ্নের সিনেমা মহেঞ্জো দারো’, সিনেমাটি অভিনেতা হৃত্বিক রোশনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ পর্দা কিংবা পর্দার বাইরের জীবন— অনেকদিন হলো কোথাও ভাল নেই এই বলিউড অভিনেতা্। তাই পরবর্তী ছবি ‘মহেঞ্জো দারো’র প্রথম পোস্টার প্রকাশ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেল ‘কৃশ’ খ্যাত হৃত্বিক রোশনকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই