
ডেস্ক: সদর উপজেলার মগিরঢাল নামক স্থানে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ কামাল (৪০) নামে এক ডাকাত সরদার নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি, একটি দেশি বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পেরু। তবে তাদের জয়যাত্রা কোয়ার্টারেই শেষ। কলম্বিয়ার কাছে ট্রাইবেকারে ৪-২ গোলে হেরে শেষ হলো পেরুর কোপা আমেরিকার শতবর্ষপূর্তীর বিশেষ টুর্নামেন্ট। অন্যদিকে মূল খেলা গোলশূন্য ড্র করলেও ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে ২০০৪ সালের পর প্রথমবারের মতো কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া।
তাইওয়ানের আদালত টাইরেল মার্টিন মারহাঙ্কাকে (৪১) চার বছরের কারাদণ্ড দিয়েছিল মাদক উত্পাদনের অপরাধে। কিন্তু রায় শুনে আদালত কক্ষেই আত্মঘাতী হলেন আমেরিকান এই নাগরিক। মাদকের প্রতি কঠোর তাইওয়ান পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জেরায় মারহাঙ্কা জানান, নিজের নেশার জন্যই গাঁজাচাষ করেন তিনি।
শুধু চুল কাটার জন্য এক হাজার ৬০০ ডলার (প্রায় এক লাখ ৩০ হাজার টাকা) খরচ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তির থেকে জানা যায়, সেখানে তিনি রাষ্ট্রীয় কোষাগারের পাঁচ লাখ ৪১ হাজার ৮৮৬ ডলার খরচ করছেন।
অপরাধ ছিল, পরিবারের অমতে বিয়ে করা। শাস্তি হিসেবে তাই খুন হতে হল বাইশ বছরের অন্তঃসত্ত্বা মুকাদসকে। গলার নলি কেটে তাকে হত্যা করল তারই মা আমেনা। নির্মম এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আট মাসের অন্তঃসত্ত্বা ঐ যুবতী বৃহস্পতিবার ডাক্তার দেখাতে একটি ক্লিনিকে গেলে ঐ ক্লিনিক থেকেই মেয়েকে বাড়িতে নিয়ে আসেন মা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই