সংবাদ সংক্ষেপ: সকাল ৯টা

ডেস্ক: শুক্রবার ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ দিনটি জাতির জন্য পরম গৌরবের। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।
- বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সকাল ৬টা ৩৪ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও এর কিছু সময় পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ২৪ ফিল্ড রেজিমেন্টের মেজর ওয়ালিদের নেতৃত্বে তিন বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে উঠে করুণ সুর।
- রাজধানীর ধানমন্ডিতে চুলার আগুনে দগ্ধ মাহাফুজা সুলতানা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্স এর উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিয়ে করছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এ কথা শুনে অনেকেরই ভ্রু কুচকে যেতে পারে। তবে অবাক হবার কিছু নেই। তিনি আর অন্য কাউকে বিয়ে করছেন না। দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জুকেই এবার পাকাপাকিভাবে জীবনসঙ্গীনী করছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আসছে বছর তারা বিয়ের পিঁড়িতে বসবেন।
- মহান বিজয় দিবস উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ ও ১৯৭১ সালের মহান শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এসময় দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বাংলাদেশ যেন সেই লক্ষ্য বাস্তাবায়ন করতে পারে। এই দেশ যেন সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করে এগিয়ে যেতে পারে এই প্রার্থনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি