সংবাদ সংক্ষেপ: সকাল ৯টা

ডেস্ক: গাজীপুরের ইটাহাটা এলাকায় ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন।
- আবার বাড়ছে গ্যাসের দাম। সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ার ঘোষণা আসছে শিঘ্রই। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে হিসাব অনুযায়ী আবাসিক খাতে ২ চুলার জন্য ১ হাজার এবং ১ চুলার জন্য ৮০০ টাকা দিতে হতে পারে।
- আজ ১৭ ডিসেম্বর (শনিবার) রাঙামাটি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে রাঙামাটি শত্রু মুক্ত হয়। বিজয় দিবসের একদিন পর রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। মিত্রবাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের অধিনায়ক জেনারেল সুজন সিং ও শেখ ফজলুল হক মনি শহরের পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
- দক্ষিণ চীন সাগরে ওশেন গ্লাইডার নামের চালক বিহীন একটি মার্কিন সাবমেরিন আটক করেছে চীন। ইউএসএসএস বোডিচের কাজের অংশ হিসাবে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল।
- বার্সেলোনা থেকে ক্যারিয়ার শেষ করার কথা জানালেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস। নতুন চুক্তির বিষয়ে দুই পক্ষের সমঝোতায় পৌঁছানোর খবর বৃহস্পতিবার নিশ্চিত করেছিল বার্সা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন সুয়ারেস।
গ্রন্থনা: প্রণব