
ডেস্ক: আগে কখনো গুলি করেননি। তাই গুলি করা ও অস্ত্র চালানো শিখতে চান তিনি। এ জন্য পৃথিবীর সবচেয়ে ভালো শিকার হিসেবে তার মনে ধরেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। তাই তাকে গুলি করে অস্ত্র চালানো শিখতে চেয়েছেন ব্রিটিশ নাগরিক মিশেল স্টিভেন স্যান্ডফোর্ড (২০)।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনান স্বীকার করেছেন, তার দেশ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে মোকাবেলায় কার্যত ব্যর্থ হয়েছে। খবর রেডিও তেহরান’র। কংগ্রেসে প্রশ্নোত্তর বৈঠকে ব্রেনান আরো বলেন, ‘দায়েশ নেতাদের ওপর হামলা এবং তাদের অর্থ আয়ের উৎস ধ্বংস করা হলেও দায়েশ সন্ত্রাসীদের শক্তি নির্মূল করার জন্য আমেরিকা ও তার মিত্রদের প্রচেষ্টা সফল হয়নি।’
রোমের প্রথম মহিলা মেয়রের দায়িত্ব নিলেন ভার্জিনিয়া র্যাগি। ২০০৯ সালে ‘ফাইভ স্টার মুভমেন্ট’ নামে একটি দল তৈরি হয়, যার খ্যাতি এম ফাইভ এস নামে। দলের প্রতিনিধি হিসেবে ৬৭% ভোটে রোমের মেয়রপদে বসলেন ভার্জিনিয়া। হারালেন বাম গনতান্ত্রিক শাসক দলকে।
সাংবাদিক সন্তোষ মন্ডল মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২০ জুন) দুপুরে নিউইয়র্কে ব্রুকলিনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে প্রবাসী সংবাদকর্মী দর্পণ কবীর ফেসবুকে লিখেছেন ‘এক সময়ের স্বনামধন্য ক্রাইম রিপোর্টার সন্তোষ মন্ডল মারা গেছেন নিউইয়র্কে’।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ির ধাক্কায় ছলিমউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত মেজার উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‘সঙ্গীত সবার জন্য, সব সময়ের জন্য। সঙ্গীতের জন্য আলাদা করে সুনির্দিস্ট কোনো দিন বা দিবসের প্রয়োজন নেই।’ – বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে নিউজনেক্সটডটকম’র সাথে আলাপকালে এমনটাই বলেছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। ফরিদা বলেন, ‘আজ সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। কমে আসছে ভালোবাসা, আন্তরিকতা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই