
ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন, বৃহস্পতিবার। ১৯৪৯ সালের এদিনে প্রতিষ্ঠিত দলটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।
আশুলিয়ায় সুমন শিকদার (৩০) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন দ্য রোজ ড্রেসেস পোশাক কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ঢাকায় আসার কথা ছিল হিন্দি সিনেমার আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের। এই সময় ‘আমি তোমার হতে চাই’ সিনেমার আইটেম গানে অংশ নেওয়ার কথাও ছিল তার। কিন্তু প্রশাসনিক জটিলতায় পেছাল তার ঢাকা সফর। বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন নিজেই।
ইউরো-২০১৬ আসরে শিরোপার অন্যতম দাবিদার ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় খেলা নিশ্চিত করেছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। ফ্রান্সের লিলে বুধবার রাতে রোমানদের এক গোলে হারায় আইরিশরা। ৮৪ তম মিনিটে ওয়েস হুলাহানের বাড়ানো ক্রসে হেডে আইরিশদের পক্ষে জয়সূচক গোলটি করেন রবি ব্র্যাডি।
সাবেক স্ত্রীর করা যৌতুকের মামলায় নাট্যনির্মাতা সাইফুল ইসলাম খান প্রকাশ ওরফে রায়হান খানকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক দিলীপ দেবনাথ এ দণ্ডাদেশ দেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই