
ডেস্ক: অনিবন্ধিত সিম বন্ধের প্রক্রিয়া শুরু করেছে মোবাইল কোম্পানিগুলো। মঙ্গলবার রাত বারটায় শেষ হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। শেষ সময়েও যারা নিজেদের সিম নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন তাদের সিম বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে মোবাইল অপারেটরগুলো।
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে এ আদেশ দেন।
আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় আটজন নিহতের ঘটনায় ছয় জেএমবি সদস্যকে ফাঁসি এবং এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন।
সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনার অর্থায়নের অভিযোগে গ্রেফতারকৃত ছয় বাংলাদেশি নাগরিকের মধ্যে চারজন সিঙ্গাপুরের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। ২১ জুন তাদের ব্যাপারে রায় দেয়ার দিন ধার্য করেছেন সিঙ্গাপুরের সংশ্লিষ্ট আদালত।
এবার সালাউদ্দিনের ঘোড়া নামের ফেসবুক পেজে ছবি প্রকাশ করে চারজন ব্লগারকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। হুমকিপ্রাপ্তরা হলেন: আসিফ মহিউদ্দিন, সানিউর রহমান, শাম্মি হক ও অনন্য আজাদ। এই চারজন ব্লগারই বর্তমানে প্রবাসে রয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই/ওয়াইএ