সংবাদ সংক্ষেপ: সকাল ৯টা

ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে ৩ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনে টিকিটি বিক্রি শুরু হয়।
- বানারীপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। দুলাল বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
- ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না, তা নিয়ে যুক্তরাজ্যে গণভোট শেষ হয়েছেম এখন চলছে গণনার কাজ। এ পর্যন্ত মোট ২০ শতাংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে মিশ্র ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে।
- বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রকাশনার মুক্ত পৃথিবী’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার।শুক্রবার থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বেলকোনি হলে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
- প্রোগ্রামার নিচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে জাবি স্কুল ও কলেজে ‘জুনিয়র প্রভাষক’ নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
- ব্যস্ত ঢাকার তপ্ত জীবনে হাঁপিয়ে উঠে যদি আপনিও প্রায়ই খুঁজে থাকেন একটু দম ফেলার ফুসরৎ, স্রোতস্বিনীর স্পর্শ আর সবুজের সমারোহ যদি আপনাকে টানে প্রতিনিয়ত, কিন্তু ঢাকা যদি আপনাকে ছাড়তেই না চায় আর সময়-সুযোগ-বাজেট মেলাতে হিমশিম খেয়ে ওঠা হয়ে থাকে আপনার অভ্যাস, তাহলে আর দেরী না করে ছুটির দিনগুলো কাটিয়ে আসুন পদ্মা রিসোর্টে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি