
ডেস্ক: কোপা আমেরিকার শত বর্ষীয় আসরে টানা তৃতীয়বারের মত ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো আর্জেন্টিনাকে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চিলি। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শিরোপা লড়াইয়ে মাঠে নামে আর্জেন্টিনা ও চিলি।
চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৭। সোমবার সকাল ৭টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
পঞ্চগড়ে অসচেতনভাবে মোবাইলে কথা বলার সময় ট্রাকের ধাক্কায় কাবুল হোসেন (৪০) নামে এক ইউপি সচিবের মৃত্যু হয়েছে। রোববার রাত ঠিক ১০টায় জেলার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহত কাবুল হোসেন জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার দৌলতপাড়া গ্রামের বাসিন্দা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ