সংবাদ সংক্ষেপ: সকাল ৯টা

ডেস্ক: ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে বুধবার বিকেল ৩টায়। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৬-১৭ সালের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি হচ্ছে দেশের ৪৫তম ও আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রীর ১০ম বাজেট। মুহিত প্রথম অর্থমন্ত্রী- যিনি ২০০৯ সাল থেকে পরপর ৮টি বাজেট উপস্থাপন করছেন।
- সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ফ্রান্স ও ব্রিটেন।গত মাসে ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ (আইএসএসজি) দেশিটিতে জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য পহেলা জুনকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়।
- শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে শুরু হলো সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৫’। বুধবার বিকেলে চারুকলার জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
- স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের বাসার সামনে বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসেইন নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর সাক্ষাত না পেয়ে আমরা বাধ্য হয়ে আবার স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নেই। এ সময় আমাদের সরিয়ে দিতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে।
- জেলার বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন ‘স্থানীয় সংসদ সদস্যর হাতে মারধরের শিকার’ হওয়ার পর উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ওই নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই/ওয়াইএ