সংবাদ সংক্ষেপ: সকাল ৯টা

ডেস্ক: কিংবদন্তি মুষ্টিযোদ্ধা, দ্যা গ্রেটেস্ট মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে ‘সেপটিক শক’ নামক এক অসনাক্ত প্রাকৃতিক প্রক্রিয়ায়। আলীর মৃত্যুর এই কারণ তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে অনুষ্ঠিত হবে সর্বকালের সেরা এই ক্রিড়াবিদের জানাযা। আলী মুসলিম হওয়ায় জানাযা-দাফন ইসলামী রীতি মেনেই হবে।
- চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৭টার দিকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি তাকে হত্যা করা হয়। দুবৃত্তরা মোটরসাইকেল ও মাইক্রোবাস থেকে তাকে গুলি করে। মিতু-বাবুল দম্পতির একছেলে ও একমেয়ে রয়েছে।
- বিশ্ব পরিবেশ দিবস রোববার। ১৯৭২ সালে জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে ৫ জুন দিবসটি পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বণ্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ।’
- ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপের ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা যথারীতি এগিয়ে রয়েছে। ৬৯৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার ৩২১ জন প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের ৫৩ জন প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র ১৮৪ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
- বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই আওয়ামী লীগ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশটির অন্যান্য প্রদেশ এবং এ দেশের ‘কার্যকর কানেকটিভিটি জোরদারে আন্তরিকভাবে কাজ করছে’ বাংলাদেশ সরকার। শনিবার সে দেশের ব্যবসায়ীদের এমনটাই জানিয়েছেন সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই