
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মিলেনিয়াম কর্পোরেশন (এমসিসি)র সর্বশেষ মূল্যায়নে দুর্নীতি, ঋণপ্রাপ্তির জটিলতাসহ ৯ সূচকে লাল তালিকভুক্ত বাংলাদেশকে। এর ফলে মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) প্রায় ৫০ কোটি ডলারের অনুদান অনিশ্চিত হয়ে পড়েছে। এমসিসির সর্বশেষ মূল্যায়নে (অর্থবছর ২০১৬) এ চিত্র উঠে আসে।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ বিস্ফোরণে শহরের পশ্চিমে আল-গুওয়ারসা এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকার কল্যাণপুরে নিহত আব্দুল্লাহ’র সহযোগী মো. আলমগীরকে (২৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহসানুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। আলমগীর নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের নূরুল হুদার ছেলে।
নেপালের মাওবাদী পার্টির নেতা পুষ্প কমল দহল যিনি ‘প্রচন্ড’ নামে সর্বাধিক পরিচিত তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল এবং তিনিই এই পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ