সংবাদ সংক্ষেপ: সকাল ৯টা

ঢাকা: শুরু হয়েছে এ বছরের হজ ফ্লাইটের যাত্রা। সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ৪০১ জন হজযাত্রী নিয়ে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পাঁচ মিনিটে ঢাকা ত্যাগ করে।
রাজধানীর দারুস সালাম থানার ছোট দিয়াবাড়ী এলাকায় ঘরের খাটের নিচ থেকে খাদিজা জান্নাত নামে চার বছরের এক শিশুর জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে দারুস সালাম থানা পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পুলিশের ধাওয়ায় আব্দুল মতিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে উত্তেজিত জনতার গণপিটুনিতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম আরিফুর রহমান। বুধবার রাত ৮টার দিকে রাইজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ