
ডেস্ক: য়াদোত্তীর্ণ ৯ পৌরসভার ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেসব পৌরসভায় ভোট গ্রহণ হচ্ছে সেগুলো হল- নরসিংদী জেলার ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভা।
রীতিমত বার্সার বিপক্ষে গোল উৎসব করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খেলায় দলটি গুনে গুনে একহালি গোল দিয়েছে লুইস এনরিকের শিষ্যদের। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মেসি-সুয়ারেজরা ছিলেন একেবারে নিষ্প্রভ। লিভারপুলের আক্রমণের মুখে খুব একটা সুবিধা করতে পারেননি তারা।
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয় বলে জানান পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ রনজিত বড়ুয়া।
প্রাচীন বাংলার শাস্ত্রীয় নৃত্য, গৌড়ীয় নৃত্য বাংলাদেশেরই নৃত্য। বিশ্বের সংস্কৃতি অঙ্গনে এই সংস্কৃতিকে তুলে ধরার লক্ষেই শিল্পকলা একাডেমির উদ্যোগে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুরু হলো বাংলার শাস্ত্রীয় নৃত্য ও গৌড়ীয় নৃত্য সেমিনার ও কর্মশালা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই