
ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একজন ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। নামাজ শেষে হেঁটে মসজিদ থেকে বাড়ির দিকে যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি করে তাদেরকে হত্যা করে। কুইন্স এলাকায় অঅল ফুরকান নামের মসজিদের ইমাম ও তার সহকারী ছিলেন ওই দুই ব্যক্তি। এই ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশিরা বিক্ষোভ করেছেন।
শৈলকূপা উপজেলার দুধসর আবাসন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। পুলিশের দাবি ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
দুর্নীতি ও বিচার বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করে কর্মকাণ্ড করার দায়ে চার বিচারককে চূড়ান্তভাবে চাকরিচ্যুতির অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিমকোর্ট। অপরদিকে ফুলকোর্ট সভা থেকে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে অন্য দুই বিচারককে অব্যাহতি দেয়া হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় মানহীন ওষুধ তৈরির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকালে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
বর্তমানে দেশে যে জঙ্গিবাদ হচ্ছে তা তৃতীয় প্রজন্মের জঙ্গিবাদ। পরিবারিক সচেতনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর বাস্তবসম্মত পদক্ষেপে এই জঙ্গিবাদের শিকড় খুঁজে বের করা গেলে দেশের জঙ্গিবাদ দমন করা যাবে বলে মতামত দিয়েছেন বিশিষ্টজনরা।
বিশ্বের অন্যতম প্রযুক্তিভিত্তিক সম্মেলন ‘ওয়েব সামিট ২০১৬’এ বাংলাদেশ থেকে অংশ নেয়ার জন্য নির্বাচিত হয়েছে ‘ট্র্যাভেলিং বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই