
ডেস্ক: আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয়।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার বাবাকে বলেছিলেন, ‘আমার মতো মোশতাককে বাংলাদেশের আর কেউ চিনে না। মোশতাকের পায়ের নখ থেকে মাথার চুল পযন্ত ছিল হারামিতে ভরা।’
বিচার ব্যবস্থা বিষয়ে বঙ্গবন্ধুর চিন্তা ও গৃহিত পদক্ষেপ বিষয়ে নিউজনেক্সটবিডি ডটকম’র সঙ্গে কথা বলেন বিশিষ্ট আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাবেক বিচারপতি অ্যাডভোকেট এএফএম মেজবাহউদ্দিন।
পনের আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে সূর্য ওঠার আগেই সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বাঙালির ইতিহাসে কালিমাযুক্ত ওই দিনের দীর্ঘ ৪০টি বছর পেরিয়ে গেলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির রায় কার্যকর করা সম্ভব হয়নি।
মৃত বঙ্গবন্ধু পরিবারের ছবি তুলতে সর্বপ্রথম ধরে নিয়ে যাওয়া হয় দৈনিক বাংলা’র চীফ ফটোসাংবাদিক গোলাম মাওলাকে। তখন শেষ রাত। গোলাম মাওলা কাজের চাপে অফিসেই থেকে গিয়েছিলেন সে রাতে। পত্রিকা কার্যালয় থেকে চোখ বেঁধে তাকে ধরে নিয়ে যায় উর্দি পরিহিত সেনাবাহিনীর একটি দল।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই