
ডেস্ক: ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা বন্য হাতি ‘বঙ্গ বাহাদুর’ শেষ পর্যন্ত মারা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে হাতিটি মারা যায়।
সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য (মেম্বার) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ জামালকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৬টার দিকে নিহত শাহ জামালের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মাদারগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম ফকির নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী মারজানের বাবা নিজাম উদ্দিনকে ডিবি পরিচয়ে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার।
নেপালে পার্বত্য মহাসড়কে দিক পরিবর্তনের সময় সোমবার ভিড়ে ঠাসা একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৩৩ জন নিহত এবং ২৮ জন আহত হন। এটি সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস