
ডেস্ক: সারা দেশে ভয়াবহ সিরিজ বোমা হামলার এগারো বছর পূর্ণ হচ্ছে বুধবার। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার পাঁচশ স্পটে একযোগে বোমা হামলার মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাঁচ দিনের সরকারি সফরে দিল্লি গেছেন। মঙ্গলবার জেট এয়ার ওয়েজ-এর একটি ফ্লাইটে তিনি দিল্লি যান। দিল্লিতে পৌছানোর পর ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী মন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন তিন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই চিঠি পাঠায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সূত্র জানান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্যাহ আল মাসুদকে সোনালী ব্যাংকে; আনসার, ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামস উল ইসলামকে অগ্রণী ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া কথা উল্লেখ্য করা হয়েছে।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০টি গ্রন্থাগার আধুনিকায়নের (ডিজিটাল ও ই-গ্রন্থাগারে রূপান্তর) লক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার ও ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।
সম্পাদনা: সাইফুল ইসলাম