
ডেস্ক: ‘গণচীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে৷
# বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী কর্তৃক বাস্তবায়নাধীন “পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), রংপুর স্থাপন” শীর্ষক প্রকল্পে ছয় পদে ৯ জনকে নিয়োগ দেয়া হবে।
# ১৮ অক্টোবর জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং—লাল, ক্রিম, চকলেট। শুভ রত্ন—রক্ত প্রবাল, মুন স্টোন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
# প্রথম আলো জনশক্তি রপ্তানিতে বাড়তি অর্থ আদায়ের বিষয়টি তুলে ধরে লুণ্ঠনের খপ্পরে জনশক্তি রপ্তানি শিরোনামে লিখেছে, “সৌদি আরবে জনশক্তি রপ্তানি হরিলুটের ক্ষেত্রে পরিণত হয়েছে। সরকারি নিয়মে যেখানে অভিবাসনে ইচ্ছুক শ্রমিককে ১৭ হাজার ৪০০ টাকা দেওয়ার কথা, সেখানে একেকজনকে দিতে হচ্ছে ৮ থেকে ১২ লাখ টাকা করে! প্রবাসী কল্যাণমন্ত্রী কোনো অভিযোগ পাননি বলে দাবি করলেও প্রথম আলোর অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই আর্থিক নয়ছয়ের শিকড় তাঁর মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত।
গ্রন্থনা: প্রণব