
ডেস্ক: রাজধানীর গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ ডাকাতকে আটক করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। এ সময় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডাকাতদের ছোড়া গুলিতে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানও গুলিবিদ্ধ হন। বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওসিকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ক্লোজসার্কিট ক্যামেরার ভিডিওচিত্রে দেখা গেছে সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারের পরই মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের তদন্ত নতুন মোড় নিয়েছে। আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে জঙ্গিরা খুন করতে পারে -এমন ধারণার ভিত্তিতে এতদিন তদন্ত চললেও এখন পুলিশ ভাবছে, ‘মিতুর খুনিরা ভাড়াটেও হতে পারে’।
জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে শনিবার বিকাল পর্যন্ত তিন হাজার ১৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জঙ্গি মাত্র ৩৭ জন। শনিবার বিকালে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
আবাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত খোদ পুলিশ কর্মকর্তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে জানানো হয়েছে, পুলিশ সদস্যদের আবাসস্থলের নিরাপত্তা জোরদার করার আহবান জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে মহিউদ্দিন হাওলাদার (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে(শেবাচিম) আনার পর শনিবার সন্ধ্যা সড়ে ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত ) পরিদর্শক হারুন অর রশিদ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই