
ঢাকা: ‘আমাকে গ্রেফতার করা হয়নি, তদন্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ করার জন্যই আমাকে ডেকে নেয়া হয়েছিল’। শনিবার বিকালে বাসায় ফেরার পর সাংবাদিকদের এমন তথ্যই জানিয়েছেন পুলিশ সুপার বাবুল আক্তার।
# পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে বাসায় পাঠানো হয়েছে। শনিবার বিকালে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাসায় পাঠানো হয়। এর আগে সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এসপি বাবুল আক্তারকে কয়েকজন আসামির সামনে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
# ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনের সদস্যপদ নিয়ে দ্বিতীয় একটি গণভোটের জন্য এক আবেদনে ১০ লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে। বৃহস্পতিবারের গণভোটে বেশিরভাগ মানুষ ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর লোকজন এই পিটিশনে সই করছেন।
# প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১০টি বাস হস্তান্তর করেছেন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে বাসের চাবি হস্তান্তর করেন।
# বাংলা চলচ্চিত্রের অন্যতম রোমান্টিক জুটির নাম বললে চলে আসে শাকিব-অপু নাম। গত এক দশকে অসংখ্য হিট-সুপারহিট ছবি বক্স অফিসে উপহার দিয়েছেন শাকিব-অপু জুটি। এই সময়ে সবচেয়ে ব্যস্ত জুটিও ছিলেন তারা। এ পর্যন্ত প্রায় ৭১টি ছবিতে জুটি বেঁধেছেন এই দুই তারকা। এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে ২০০৬ সালে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। আর এই পর থেকে একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছেন বাংলা চলচ্চিত্র প্রেমীদের। আসছে রোজার ঈদে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ শাকিব-অপু জুটির ৭২তম চলচ্চিত্র। আর এই সিনেমা নিয়েও আশাবাদী সবাই।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই