সংবাদ সংক্ষেপ: সন্ধ্যা ৬টা

ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া সমাবেশ করবে না বিএনপি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শর্ত সাপেক্ষে মঙ্গলবার দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু সময় না থাকায় সমাবেশ করবে না বিএনপি।
- ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’কে কেন্দ্র করে ২৭ শর্তে দুই ঘন্টা সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। মঙ্গলবার দুপর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে এ সমাবেশ করতে পারবে দলটি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।
- ‘বিপ্লব ও সংহতি দিবস’কে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে দুই ঘণ্টার জন্য বিএনপি’কে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। তবে এই অনুমতির সঙ্গে জুড়ে দেয়া হয় ২৭ শর্ত। যদিও এই শর্ত যুক্ত অনুমতি প্রত্যাখ্যান করেছে বিএনপি।
- সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ফের অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
- প্রবীণ এক মুক্তিযোদ্ধা একটি দোকানের সামনে চেয়ারে বসে আছেন। হঠাৎ কয়েকজন যুবক লোহার রড, লাঠি নিয়ে এসে তাকে নির্বিচারে পেটাতে শুরু করেন। এ সময় দোকানের ভেতরে তিনজন থাকলেও তাদের কেউ এগিয়ে যায়নি ওই প্রবীণ লোকটিকে বাঁচাতে। এক পর্যায়ে লাল টি-শার্ট পরা একটি ছেলে এগিয়ে আসে বৃদ্ধকে সাহায্য করতে।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে আনসার ও এপিবিএন সদস্যদের উপর হামলার ২৪ ঘন্টারও বেশি সময় পার হলেও, হামলাকারীর আসল পরিচয় বের করতে পারেনি পুলিশ। হামলার কারণও রহস্যাবৃতই রয়ে গেছে।
- টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার দুই আসামি আনিসুল ইসলাম রাজা ও সমীরের জামিন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
- বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারীদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ’র ১৮ তলা অবৈধ ভবন মাটির সঙ্গে মিশিয়ে ভেঙ্গে ফেলা সংক্রান্ত সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায় প্রকাশ পেয়েছে।
গ্রন্থনা: সজিব ঘোষ