সংবাদ সংক্ষেপ: সন্ধ্যা ৬টা

ঢাকা: মুচলেকা দিয়ে ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিলো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে মাগুরার আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এমন কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের কাছে দেশের গ্যাস বিক্রি করবে বলে আমেরিকা ও দেশটির কাছে মুচলেকা দিয়েছিল। সেজন্যই তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। আর তারাই এখন ভারতের সঙ্গে চুক্তির বিরোধীতা করে।’
- তিন মাস ও ১৮ মাস বয়সী শিশুকে বাইরে রেখে দুই মাকে থানায় আটক রাখার ঘটনায় মাদারীপুর সদর থানার ওসিসহ দুই পুলিশ সদস্যকে তলব করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৯ মার্চ সদর থানার ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহতাবকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
- হাতীবান্ধা উপজেলার সীমান্ত লাগোয়া ভুট্টা ক্ষেত থেকে একটি ময়ূর উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকা থেকে ময়ূরটি উদ্ধার করা হয়। ময়ূরটি প্রতিবেশী দেশ ভারত থেকে উড়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনলাইন হোটেল বুকিং সেবা। অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগোর তথ্য অনুযায়ী, পর্যটকেরা এখন অনলাইনে বা প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের পরবর্তী গন্তব্যের খোঁজ করছেন। এই হার আগের কয়েক বছরের তুলনায় এখন অনেক বেড়েছে।
- মানব পাচার মামলায় আবু সাবাহ ফেরদৌস হোসেন বাবুকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার বাবু আদালতে আত্মসমাপর্ন করলে মানব পাচার প্রতিরোধ ও অপরাধ দমন ট্রাইবুনালে জেলা জজ হাসিনা রওশন জাহান তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বাবু মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার আনসার আলীর পুত্র।
- শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। এই উপলক্ষে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন মাশরাফি বিন মর্তুজারা।
- ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) চলছে সুপ্রিম কোর্ট-নিযুক্ত চার সদস্যের পর্যবেক্ষক দল দিয়ে। ভারতের জনপ্রিয় ক্রিকেট আসর আইপিএল’ও থাকবে তাদের তদারকিতেই। বোর্ডের পর্যবেক্ষক দল অর্থাৎ কমিটি অব অ্যাডমিনিস্ট্রের্টস চেয়েছিল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আইপিএলের নতুন কমিটিতে সর্বোচ্চ পদে রাখতে।
- লিওনেল মেসি-সুয়ারেজদের পেছনে ফেলে ২০১৬ সালে ব্যালন ডি’অর জয় করেছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। তখন থেকেই ধারনা করা হয়েছিল, ‘পর্তুগালের বর্ষসেরা ফুটবলার’র খেতাবটাও যাবে তার গলে। অবশেষে হয়েছেও তাই।
- বোরো ধান ক্ষেতে এ্যালমিক্স নামক আগাছানাশক ওষুধ প্রয়োগ করে ক্ষতির মুখে পড়েছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১৫টি গ্রাম ও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৫টি গ্রামের শত শত কৃষক। বাড়ছে না প্রায় ৪০০ বিঘা জমির ধানের চারা। বিবর্ণ হয়ে পড়েছে চারার চেহারা। ফলে, এই বোরো মৌসুমে ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।
- সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ঘটনায় দায়ের করা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুর্নবিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায় আজ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দু’জন হলেন- শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।
- দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) হাতে গ্রেফতার হওয়া পাঁচ জঙ্গির। তাদের মধ্যে দুইজন প্রকৌশলী।
প্রকাশ: ইয়াসিন