সংবাদ সংক্ষেপ: সন্ধ্যা ৬টা

ঢাকাঃ নিখোঁজ হওয়ার তিনদিন পর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
- জনগণকে সাথে নিয়েই, জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
- রাজধানীর গুলশানে আবাসিক এলাকার অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
- অবৈধ হরিণ শিকার মামলায় খালাস পাওয়ায় সালমান খানের ভক্তরা বেশ খোশ মেজাজই রয়েছেন। খালাসের রায়ের পর সালমানের মোবাইলে যেন কল আসা বন্ধই হচ্ছিল না।
- কল্যাণপুরে জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্টর্ম ২৬’ এ নিহত নয় জঙ্গির সবাই উচ্চ শিক্ষিত ও এলিট শ্রেণির বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
- ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনই জয় তুলে নিল প্রথম দিন থেকে চালকের আসনে থাকা স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী পাকিস্তানকে ৩৩০ রানের বড় ব্যাবধানে হারিয়েছে ইংলিশরা। ফলে, স্বাগতিকরা প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় ম্যাচ শেষে ১-১ এ সমতায় ফিরলো।
- মনোনয়ন দৌড়ে হিলারি ক্লিনটনের কাছে হেরে গেলেও তাকে সমর্থন দিয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/এসজি