সংবাদ সংক্ষেপ: সন্ধ্যা ৬টা

ডেস্ক: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ মো. জিয়াউল হকের নাম। ২০১১ সালের ডিসেম্বরে সেনা অভ্যুত্থানে প্ররোচনা চালিয়ে ব্যর্থ হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন এই সাবেক সেনাকর্মকর্তা।
- বন্যা চলাকালীন ও বন্যা পরবর্তী পুনর্বাসনে দুর্গতের পাশে থাকবে শেখ হাসিনার সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সারা দেশে বন্যা দুর্গতদের জন্য মনিটরিং টিম ত্রাণ সামগ্রী বিতরণ তদারকি করছেন। যেখানে যা প্রয়োজন, সেখানে তাই করা হবে।’
- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম আহমেদ চৌধুরীই বাংলাদেশের কথিত আইএস প্রধান। তিনি জেএমবির নতুন একটি গ্রুপের ‘মাস্টারমাইন্ড’। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
- ইসলামে জঙ্গিবাদ ও মানুষ হত্যার কোনো স্থান নেই, ইসলামের অপব্যখ্যা দিয়ে জামায়াত এদেশে মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী। মঙ্গলবার দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
- রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া হাসনাত করিম পুলিশি নজরদারির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
- জঙ্গি আস্তানা ভেবে গুলশানের একটি বাসায় তল্লাশি চালানোর পর পুলিশ জানিয়েছে, বাড়িটিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, ‘সন্দেহের কারণে আমরা পুরো বাড়িটি ঘুরে দেখেছি। তবে আতঙ্কের কিছুই নেই, বাড়িটিতে সন্দেহজনক কিছু মেলেনি।’
- শ্রীমান ঋত্বিক কুমার ঘটক, ভাস্কর রামকিংকর বেইজ কে, তার বিখ্যাত গান্ধী শিরোনামের শিল্পকর্ম নিয়ে জিজ্ঞাস করেছিলেন, “আচ্ছা কিংকর দা, এই যে গান্ধীজি’র পায়ের তলায় এই নরকঙ্কালের মুন্ডুটার মানে কি?” উত্তরে রামকিংকর বলেছিলেন, “ওটার মানে সহজ। যুগ যুগান্তর ধরে এই লোকগুলা পায়ের তলায় পড়ে আছে। আজকে এই বুড়োর পায়ের তলায় তাই দেখানো হয়েছে”।
- বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা করেছেন বলে মুম্বাই হাইকোর্টের কাছে প্রতিবেদন জমা দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এতে তার প্রেমিক সুরোজ পাঞ্চোলির বিরুদ্ধে মামলাটি গ্রহণ করা হবে কিনা তা জানানোর জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেছেন মুম্বাই হাইকোর্ট।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি