সংবাদ সংক্ষেপ: সন্ধ্যা ৬টা

ডেস্ক: ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ ৩ আসনে ১৮ জুলাই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুই আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
- দক্ষ সাইবার নিরাপত্তায় কর্মী খুঁজে বের করতে ‘বি দ্য আলটিমেট সিকিউরিটি স্পেশালিস্ট’ এই স্লোগানে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ-২০১৬’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন করা যাবে ৪ জুলাই পর্যন্ত।
- দেশের টেলিভিশন রেটিং (টিআরপি) প্রদানকারী প্রতিষ্ঠান এমআরবি বাংলাদেশকে ভুল তথ্য প্রদান করার কারণে তাদের তথ্য সরবরাহ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গত ৬ জুন ঢাকা যুগ্ম জেলা জজ আদালত এই রায় দেন।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্দ্যোগে আয়োজিত সুপ্রিম কোর্টের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
- পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
- ইরাকের রাজধানী বাগদাদে পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হন বলে জানিয়েছে ইরাকি পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার বাগদাদের পূর্বাঞ্চলে আল-জাদিদা এলাকার বাণিজ্যিক একটি রাস্তায় পার্ক করে রাখা একটি গাড়ি বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন।
- সংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এদেশের শিল্পীদের মনোভাব সব সময় নিজেদের নিজস্বতার পক্ষে, আগ্রাসন রুখতে বারবার সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে শিল্পী-সংস্কৃতি কর্মীরা মিলে রাস্তায় নেমেছেন। নিজেদের গান, নিজেদের নাটক, নিজেদের সিনেমা সব মিলিয়ে নিজেদের একটা ইন্ডাস্ট্রি, একটা স্বতন্ত্র পরিচয়।
- পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা তদন্তে এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রগতি হচ্ছে উত্তর চট্টগ্রামের হাটহাজারী থেকে আবু নচর গুন্নু নামের একজনকে গ্রেফতার এবং এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া মোটরসাইকেল ও মাইক্রোবাস উদ্ধার। গুন্নুকে দশ দিনের রিমান্ড চাওয়ার পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে মাইক্রোবাস চালক জানে আলমের।
- একটি চক্র ভার্চুয়াল পেইজের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি