
ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘কোনো জঙ্গিকে আটক করলে বলে, আমাকে মেরে ফেলেন, আমি জান্নাতে যাব।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন : কমিউনিটি পুলিশিং ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
# কুড়িগ্রাম জীবন থমকে গেছে এখানে। দূর থেকে দেখলে মনে হবে এ যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। যেখানে জীবন চলে অন্য এক গতিতে। থাকে না কোনো স্বাভাবিক সমীকরণ। এখানে বন্যা মানেই কান্না।
# কাউন্সিলের সাড়ে চার মাস পর স্থায়ী কমিটির ১৭ সদস্য এবং ৫০২ সদস্যে জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
# ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা-সুরমা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। গঙ্গা নদী স্থিতিশীল রয়েছে। দেশের নদ-নদীর নয়টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আটটি স্থানে পানি বৃদ্ধি ও ৭৫টি স্থানে পানি হ্রাস পেয়েছে।
# কাউন্সিলের সাড়ে চার মাস পর বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ১১৩ নতুন মুখের মধ্যে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে সদস্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
# ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) স্ট্যান্ডিং কমিটি অন ’ল অ্যান্ড অর্ডার এন্টি স্মাগলিং নামে একটি নতুন কমিটি করেছে।
# ভারতের রাজস্থান অঙ্গরাজ্যের জয়পুরের একটি গো-আশ্রয়কেন্দ্রে গত দুই সপ্তাহে ৫ শতাধিক গরুর প্রাণহানি ঘটেছে। আর এমন ঘটনা ঘটেছে গরু বেঁধে রাখার স্থানেই।
# ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টা প্রডাকশন হাউজ ‘জাজ মাল্টিমিডিয়া’র একটি সাজানো নাটক বলে জানা গেছে। এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আসন্ন ‘রক্ত’ চলচ্চিত্রটির প্রচারণায় জন্যই অপহরণের এই নাটক সাজিয়েছেন পরিচালক ও প্রযোজক।
# ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে প্রায় সব খেলোয়াড় দানব আর মারকুটে স্বভাবের। তারা ক্রিজে থাকা মানে বলের অবস্থা বেহাল। তাইতো ক্যারিবিয়ান লিগে আন্দ্রে রাসেল দুর্দান্ত এক সেঞ্চুরিতে ফাইনালে চলে গেছে জ্যামাইকা তালাওয়াস।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি