সংবাদ সংক্ষেপ: সন্ধ্যা ৬টা

ঢাকাঃ রাজধানীর দুই সিটি কপোরেশনের (উত্তর–দক্ষিণ) বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স প্রদান করার জন্য নোটিশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নোটিশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দুই সিটি কপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিবসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
- রাজধানীর হাজারীবাগের ট্যানারি কারখানার প্রতিদিন ১০ হাজার টাকা পরিবেশ ক্ষতিপূরণ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল না করায় শিল্প সচিবকে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠিয়েছেন রিটকারী আইনজীবী।
- ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সাড়ে ১১টা পর্যন্ত। মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
- কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লা সরকার খুনের ঘটনার দেড় দশক পর মঙ্গলবার ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
- নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
- ভারতের বাজার ধরতে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত রফতানির সুযোগ দেয়া হয়েছে। আর এ কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়ছে।
- ভারতের উত্তর প্রদেশে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষের ওপর একটি চলন্ত ট্রাক উঠে যাওয়ার ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭ জন। মঙ্গলবার উত্তর প্রদেশের অযোধ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
- রাজেশ খান্নাকে নিয়ে নাসিরুদ্দিন শাহের বিতর্কিত মন্তব্যে এবার মুখ খুললেন বলিউডের গীতিকার ও স্ক্রিপ্ট লেখক জাভেদ আখতার। ‘কথায় কাউকেই ছাড় দেন না তিনি’। সম্প্রতি বেঙ্গালুরুতে এক কবিতা উৎসবে গিয়ে চড়াও হন নাসিরুদ্দিন শাহর ওপর।
- ক্রিস্তিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলসহ পাঁচ জন তারকা খেলোয়াড়কে ছাড়াই চলতি মৌসুমে প্রথম কোন প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/এসজি