
ঢাকা: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী ও সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক ঢাকায় রয়েছেন বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম। শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
# অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি বলেছেন, আমি যদিও অস্ত্র হাতে সরাসরি মুক্তিযুদ্ধ করিনি তবে আমি নিজেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করি। মুক্তিযুদ্ধের সময় আমি এদেশের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করেছি।
# প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জ সংলগ্ন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায় উদ্বোধনের প্রাক-প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
# বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) বিভিন্ন পয়েন্টের তথ্য অনুযায়ী দেশের ৭১ টি নদ-নদীর পানি কমেছে এবং ১৩ টি নদ-নদীর পানি বেড়েছে।
# যুব দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো নারীদের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয় ম্যারাথন। পরে ১০ কিলোমিটার পথ দৌড়ায় প্রতিযোগিরা। এতে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার নারীরা অংশগ্রহণ করেন।
# দেশের সীমানা পেরিয়ে এবার কলকাতায় শুক্রবার মুক্তি পেল ঢালিউড কিং খান শাকিবের ‘শিকারি’। শুধু কলকাতা নয় কানাডাতেও মুক্তি দেয়া হয়েছে ‘শিকারি’। কানাডার থিয়েটার চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ পৃথিবীর অন্যতম বড় একটি সিনেমা থিয়েটার প্লাটফর্ম। আর সেখানেই আগস্ট মাসের তালিকায় একমাত্র বাংলা ভাষার ছবি হিসেবে দেখানো হবে ‘শিকারি’।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই