
ডেস্ক: দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ১৫ আগস্ট জন্মদিন পালন করবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার দুপুরে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
# বহুল আলোচিত স্কুলছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় পিতা পুত্রসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকালে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন।
# রাজধানীর শাহবাগের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।রোববার দুপুরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসাপাতালের সামনে ও ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের সামনে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।
# দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক রোববার কমিটি সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
# বাংলামেইল২৪ ডটকম অনলাইন নিউজ পোর্টালের তিন সাংবাদিক জামিন পেয়েছেন। রোববার সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) ঢাকার বিচারক কেএম শামসুল আলম তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী প্রিয় লাল সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
# সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৬’। আর এতেই ‘নির্জা’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সোনম।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই