
ঢাকা: জঙ্গি ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে সারাদেশে শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে ৯৮৫ জনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। দেশব্যাপী এই অভিযান চলবে সাতদিন।
# বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেছেন, তাদের দল বিএনপি জঙ্গিবাদ-উগ্রবাদকে সব সময় ঘৃণা করে। তাদের অবস্থান সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে। এ অবস্থান অতীতেও ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে বিএনপি এ স্মরণ সভার আয়োজন করে।
# বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে না এসে হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ্। শুক্রবার সকাল ১১টায় ভোলার গাজীপুর বাস ভবনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
# তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নিজের অপকর্ম আড়াল করার জন্য সাম্প্রতিক হত্যাকাণ্ডে সরকারকে দোষারোপ করছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
# দুই জগতের জনপ্রিয় তারাকা অভিনেতা তৌকির আহমেদ এবং অভিনেত্রী মৌসুমী। দীর্ঘ ২০ বছর পর আবারো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় এই দুই তারকা। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় নির্মিতব্য ‘মেঘ-বসন্ত’ নামের নাটকে কাজ করছেন তারা।
# নভেম্বরের অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন জানিয়েছেন, সিনেটর এলিজাবেথ ওয়ারেন তার ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন। মার্কিন দৈনিক পলিটিকো’কে দেয়া এক সাক্ষাতকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, সরকারি কর্মচারী হিসেবে তিনি অবিশ্বাস্য। যেকোনো পদের জন্য তিনি মাত্রাতিরিক্ত যোগ্যতাসম্পন্ন।’
নিউজনেক্সটবিডি ডটকম/জাই