
ঢাকা: উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন। যা গত বছর যথাক্রমে ৬৯ দশমিক ৬০ শতাংশ ও ৪২ হাজার ৮৯৪ জন ছিলো। গত বছরের তুলনায় এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৫ হাজার ৩৮২ জন।
# ‘বঙ্গবাহাদুর’ হাতিটির মৃত্যুর ঘটনা হাইকোর্টে টেনে নিয়েছেন একজন আইনজীবী। এ ঘটনায় একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
# আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেলিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশে মার্কিন দূতাবাসের কয়েকজন কূটনীতিক এ বিষয়ে জানতো।
# নদী ভাঙ্গন কবলিত এলাকায় ভেঙ্গে যাওয়া বাঁধ পূনঃনির্মাণের সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
# বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
# জুলাই মাসে বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষী ও ভীতিমূলক টুইট অনেক বেড়েছে। ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলায় ৮৫ জনের বেশি মানুষের প্রাণহানির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসলাম বিদ্বেষী টুইট।
# বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ফারুকের জন্মদিন ১৮ আগস্ট বৃহস্পতিবার। ১৯৪৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তবে জন্মদিন হলেও থাকছে না কোনো আয়োজন।
# অলিম্পিক শুরুর আগে সাক্ষীকে ভাল ভাবে চিনতও না ভারতীয়রা। কিন্তু রিও অলিম্পিকে পদক জিতে সারা ভারতকে তথা গোটা পৃথিবীকেই তাক লাগিয়ে দিয়েছেন সাক্ষী। পুরো ভারত এখন মেতে উঠেছে সাক্ষী বন্ধনায়।
প্রতিবেদক: হাসান জিহাদ, সম্পাদনা-জাহিদুল ইসলাম