
ঢাকা: রাজধানী ঢাকা সহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার ছিলো বলে রয়টার্স সূত্রে জানা গেছে। এর আগে মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।
# জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরানকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
# বুধবার বিকেলে গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, বিদ্যুৎ প্রয়োজন, তবে তা দেশের স্বার্থের পরিপন্থী ও পরিবেশের জন্য ক্ষতিকর হলে তা অবশ্যই দেশবিরোধী।
# বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে ‘প্রতারক চক্রের’ তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
# জাতীয় বাজেট এবং এনবিআরকে দেয়া লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাসী বলে ফের মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
# অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ৩০ জন লোকের সামনে এক নারীকে (২১) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ব্রিটিশ পুরুষসহ দুজন। হামলায় একটি কুকুরও আহত হয়েছে।
# গত সপ্তাহের শুক্রবার ৫১টি হলে মুক্তি পায় ‘মাস্তানি’ ছবিটি। যদিও ছবিটির পোস্টারে প্রথমে নকলের অভিযোগ উঠেছিল। তবে সব কিছু ছাপিয়ে প্রশংসিত ছবির নায়ক নবাগত রিপন খান।
# ইংলিশরা বাংলাদেশ সফরে আসবে কি না- সেটা আগামিকালই নিশ্চিত হওয়া যাবে। কিন্তু তার আগে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা ইংলিশদেরকে ঢাকা সফরের জন্য আহ্বান জানিয়েছেন।
# গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন নির্যাতিতা গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি (১১)। এসময় আদালতকে দেয়া সাক্ষ্যে নির্যাতিতা বলেন, ‘আসামিরা আমাকে কোনো রকম খুন্তির ছ্যাঁকা দেননি। আগে মানুষের পরামর্শে এই মামলা করি।’ এ সময় আদালতে উপস্থিত ছিলেন ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান।
সম্পাদনা- হাসান জিহাদ, জাহিদুল ইসলাম