
ঢাকা: মাদারীপুরে সংখ্যালঘু কলেজ শিক্ষককে হত্যাচেষ্টাকালে ধৃত ফয়জুল্লাহ ফাহিম (১৯) রিমাণ্ডে থাকা অবস্থায় ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ার’-এ নিহত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। শিক্ষক, লেখক, প্রকাশক, কবি, সাংবাদিক, ভাষ্কর, চলচ্চিত্র নির্মাতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিমত, দেশে চলমান ধারাবাহিক গুপ্তহত্যার মূল হোতাদের আড়াল করতে ফাহিমকে হত্যা করেছে সরকার বা পুলিশ। ফাহিমের মৃত্যু নিয়ে শনিবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত মতামতের একাংশ নিউজনেক্সটবিডি ডটকম’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
# রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকির ঘটনাকে কেন্দ্র করে সকল ধর্মীয় উপাসনালয়ে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। শনিবার বিকালে রাজধানীর মিন্টোরোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
# বিএনপি-জামায়াত জোটের গুপ্ত হত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানববন্ধন রোববার অনুষ্ঠিত হবে। রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিকেল ৩ টা থেকে ৪ টা এ মানববন্ধন চলবে।
# চুয়াডাঙ্গায় পুলিশের বাধার মুখে বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেননি জেলা বিএনপির নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১১টার দিকে শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করার কথা ছিল। তবে বিক্ষোভ মিছিলটি বের করার সময় পুলিশ নেতাকর্মীদের ঘিরে ফেলে। এ সময় পুলিশের সাথে কথা বলে মিছিল করার অনুমতি চেয়েও ব্যর্থ হন বিএনপির সিনিয়র নেতারা। পরে পুলিশ বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
# রাজধানীর আগারগাঁও প্রবীণ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৪২টি ককটেলসহ মোঃ সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
# নাটকে জুটি হয়ে কাজ করলেও বড় পর্দায় কখনো একসঙ্গে কাজ করেনি লাক্স তারকা জাকিয়া বারী মম ও মডেল, নায়ক নিরব। আর এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে নিরব-মমকে। সম্প্রতি তারা চুক্তিবদ্ধ হয়েছেন ‘আমি শুধু তোর হবো’নামের একটি ছবিতে। ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রফিক শিকদার।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই