
ঢাকা: পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়নে না থাকার পক্ষে রায় দেয়ার প্রতিক্রিয়ায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে গণভোটের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ডেভিড ক্যামেরন বলেন, ‘ব্রিটিশ জনগণের জন্য এখন নতুন নেতৃত্ব দরকার’।
# পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি শরীফুলই সন্দেহভাজন ব্লগার হত্যাকারী, যার বেশ কয়েকটি নাম ছিল। শুক্রবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
# বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হানা ফুগেল এস্কেয়ার ফেসবুকে পোস্টে এক বার্তায় এদেশের মানুষের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেছেন। সেইসঙ্গে তাদের প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন। বৃহস্পতিবার ডেনিশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিদায়ী বার্তা পোস্ট করেন হানা ফুগেল এস্কেয়ার। সেখানে তিনি জানান, রাষ্ট্রদূত হিসেবে শিগগিরই এদেশে তার মেয়াদ শেষ হয়ে যাবে। তিনি বাংলাদেশে তার অবস্থানকে স্মরণীয় করে রাখার জন্য এদেশের মানুষের প্রতি ধন্যবাদ জানান।
# ঈদ যত এগিয়ে আসছে রাজধানী ঢাকার রাস্তার পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই নগরবাসীকে মুখোমুখি হতে হচ্ছে যানজট নামের এই দানবের। শুক্রবার অফিস আদালত বন্ধ থাকলেও রাজধানীর মার্কেট কেন্দ্রিক রাস্তাসহ বিভিন্ন এলাকার যানজটের চিত্র ছিলো ভয়াবহ।
# নদীতে বাঁধ দিয়ে অবাধে চলছে মাছ নিধন। নদীর মধ্যে পুকুর কেটে করা হচ্ছে মাছ চাষ। আবার নদী দখল করে মার্কেট তৈরি করা হচ্ছে। আর প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়ত এই কাজটি করে চলেছে প্রভাবশালী একটি মহল। এতে করে একদিকে যেমন পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে তেমনি মাছের প্রজননও হুমকির মুখে পড়েছে। এমনই এক অসহায় নদী হচ্ছে ঝিনাইদহের চিত্রা।
# নারীরা লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে ভালোবাসেন। তাদের চাহিদার কথা ভেবেই বিশ্বজুড়ে নামকরা বিভিন্ন কসমেটিকস কোম্পানি হরেক রঙের এবং গন্ধের লিপস্টিক প্রস্তুত করে থাকে। কিন্তু আসল ফুল ভাসমান অবস্থায় থাকা লিপস্টিকের কথা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। অবশ্য চীনা একটি কোম্পানি ঠিক এই কাজটিই করে দেখিয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই