সংবাদ সংক্ষেপ: সন্ধ্যা ৬টা

ডেস্ক: প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ১০৮ রানের অবিস্মরণীয় এ জয় পায় টাইগাররা। কুক-ফিনদের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিকবার জয়ের স্বাদ পেলেও লঙ্গার ভার্সনের ক্রিকেটে জয়টা ছিল অধরা। সেই অধরা স্বপ্নের জয়টাই আজ ধরা দিয়েছে মিরপুরে।
- বাংলাদেশ সফরে এসে বেশ কয়েকবার অখেলোয়াড়সুলভ আচরণ করে মিডিয়ায় খবরের শিরোনাম হয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। এমনকি মাঠেও ব্যাট-বল হাতে সাকিব-তামিমদের যথেষ্ট ভুগিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। এবার সুযোগ পেয়েই সাকিবও নিয়ে নিলেন মধুর প্রতিশোধ। আর তা হলো স্টোকসকে আউট করে তিনি প্রদর্শন করলেন ব্যাঙ্গাত্মক স্যালুট।
- অভিষেকের পর টানা দুই ম্যাচে ১৮ উইকেট রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান বোলার জন জেমস ফ্যারিস। ১২৯ বছর ধরে এ রেকর্ডটি একাই উপভোগ করে আসছিলেন এ অজি বোলার। অবশেষে তার সেই বিশ্বরেকর্ড ভাঙলেন বাংলাদেশি তরুন স্পিনার মেহেদী হাসান মিরাজ। জেমস ফ্যারিস নিজের রেকর্ডটি করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধেই।
- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নির্দেশে হাইকোর্টে ২০১০ সালের আগের সকল মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ( প্রশাসন ও বিচার) মো: সাব্বির ফয়েজ এ তথ্য জানান।
- ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রাজধানীর গুলশান-২ এর ছয়তলা বাড়িটি দখলে নিয়েছে সরকার। বাড়িটি ওপর আদালতের ক্রোকি পরোয়ানা জারি ছিল। এ পরোয়ানা তামিল করে রোববার বেলা সাড়ে ১২টায় ম্যাজিস্ট্রেট হোসনে আরা বাড়িটি ক্রোক করেন।
- রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ব্যাংক শাখায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার বেলা ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এর আগে বেলা ১টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান।
- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
- ইম্পসিবলকে পসিবল করা রাজনীতিকদের একটা সাফল্যের হিসাব। আমি চ্যালেঞ্জকে গ্রহণ করি এবং কোনো চ্যালেঞ্জই অনতিক্রমযোগ্য নয়- বলেছেন আওয়ামী লীগের নতুন সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের।
গ্রন্থনা: সজিব ঘোষ