সংবাদ সংক্ষেপ: সন্ধ্যা ৬টা

ডেস্ক: গুলশান হামলায় অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার চার জেএমবি সদস্য অস্ত্র ও বিস্ফোরকের উৎস ও গন্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
- আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির নির্বাচনী প্রচারণার ভিডিওতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতি রয়েছে।
- চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
- বর্তমানে দেশের শাসকগোষ্ঠী জনগণের দৃষ্টিকে ঝাপসা করতে একের পর এক ন্যাক্কারজনক ঘটনায় রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- নয়াপল্টনে বিএনপির সমাবেশ করার আবেদন পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সমগ্র বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। যাতে যত্রতত্র চাষের জমি নষ্ট করে, শিল্প কারখানা গড়ে না ওঠে।’ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪৫তম সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
- ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জন্মভিটায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শুক্রবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাড়িতে আসেন মিরাজের পিতা জালাল হোসেন তালুকদার।
- ব্রাজিল ও আর্জেন্টিনাকে জরিমানা করেছে ফিফা। ম্যাচ চলার সময় গ্যালারিতে সমর্থকদের বিভিন্ন বিদ্বেষমূলক আচরণের জন্য এ দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের জরিমানা করা হয়েছে।
গ্রন্থনা: সজিব ঘোষ