সংবাদ সংক্ষেপ: সন্ধ্যা ৬টা

ঢাকাঃ বাঁশখালী উপজেলার নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান, নির্বাচন কমিশনে এমন অভিযোগ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
- দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে বিকেল পাঁচটায় শুরু হয় এই বাজেট অধিবেশ। এটি দেশের ৪৫তম ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ১৭তম বাজেট অধিবেশন।
- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বে ভিকারুননিসার বিশেষ কমিটি বাতিল হয়ে গেলো বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী ইউনুচ আলী আকন্দ।
- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের রাজাকার মহিবুর রহমান ওরফে বড় ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। এছাড়া মহিবুরের ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
- বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে ডুবো চরগুলোকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এনএসডিআই গঠনের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কর্তৃক যৌথভাবে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।
- বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের শেষ দিনেও তা করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোবাইল ফোন ব্যবহার করলেও খালেদার নিজের নামে কোনো সিম নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং।
- বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করার পরও কিছু সিম বন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে। এতে রাজধানীতে একটি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে চড়াও হয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এই ঘটনায় ওই কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- ২০১২ সালে বিয়ে করার পর থেকে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ঘরে কবে সন্তান আসছে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদের। কিন্তু শিগগিরই সন্তান না নেয়ার কথা জানিয়েছেন কারিনা। তবে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন এই বলিউড জুটি।
- বর্তমান বিশ্বে সুপার পাওয়ার হিসেবে আমেরিকার নাম উল্লেখ করা যেতে পারে। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের তালিকার শীর্ষে তাদের অবস্থান নেই। এক্ষেত্রে জার্মানি বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের তকমা পেয়েছে।
- চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের উত্তাপ শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নেই। সারা বিশ্বজুড়েই তৈরি হয়েছে আলোচনা, প্রচররণা ও দুই পয়সা কামিয়ে নেয়ার চেষ্টা। যদিও এখনো চূড়ান্ত হয়নি প্রার্থীদের নাম, তারপরও বসে নেই চীনের ব্যবসায়ীরা। চীনের প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই বানাতে শুরু করেছে দুই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর মুখোশ।
- শুধু এক পেগ ভদকা-তেই নগ্ন হওয়ার সাহস পান এমিলিয়া ক্লার্ক। ক্যামেরার সামনে নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য মাত্র এক পেগ ভদকাই যথেষ্ট এমিলিয়া ক্লার্কের জন্য।‘গেম অফ থ্রোন্স’-এর নগ্ন দৃশ্যে শুটিংয়ের আগে ঠিক এ ভাবেই প্রস্তুতি নেন এই ড্রাগন কুইন। সম্প্রতি এই রহস্য ফাঁস করেছেন নায়িকা নিজেই।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি