সংবাদ সংক্ষেপ: সর্বশেষ

ডেস্ক: ধর্মের নামে মানুষ হত্যা করে ইসলামকে কলঙ্কিত ও পবিত্র এই ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করছে।’ মঙ্গলবার গণভবনে বন্যাদুর্গতদের সাহায্যার্থে অনুদানের চেক গ্রহণকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
- বাংলাদেশ ও সিংগাপুরের যৌথ বিনিয়োগে সিরাজগঞ্জে ৪১৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বিদ্যুৎ কেন্দ্র।
- এ দেশে জঙ্গিবাদের কোন স্থান হতে পারে না, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এসময় তারা ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকলকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান।
- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘জঙ্গিরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। তাই জঙ্গি মোকাবেলায় পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে।’ মঙ্গলবার বিকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ২০১৬ সালের ত্রৈ-মাসিক (এপ্রিল-জুন) অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
- শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর এক ছটাক জায়গাও লিজ কিংবা বিক্রি করা হবে না। এসব খালি জায়গায় নতুন করে শিল্প কারখানা গড়ে তোলা হবে। মঙ্গলবার ইপিআই কার্যক্রমে মাঠ পর্যায়ের ব্যবহারের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড সংযোজিত ৫৬২টি মোটরবাইক হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা জানিয়েছেন।
- বাণিজ্য মন্ত্রণালয়ধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর বাজারকে স্থীতিশীল রাখতে প্রতিনিয়ত মনিটরিং করছে। ২০১১ সালের পর থেকেই এ কার্যক্রম চলছে। চলতি বছরের জুলাই পর্যন্ত ভোক্তা ৬৪ হাজার ৮২০টিরও অধিক বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
- বিভিন্ন দেশের দুতাবাস, বিদেশি ও বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডিএমপি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর অংশ হিসেবে বুধবার থেকে রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান-বারিধারা-বনানীতে চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস ও রিক্সা।
- বৈদেশিক ভাতা ও আপ্যায়ন ভাতা বৃদ্ধির সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা ভাতা বৃদ্ধি এবং মন্ত্রণালয়ের জনবল সংকট নিরসনে শুণ্যপদে অতিদ্রুত নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি