
ঢাকা: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৪টায় জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
# জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। যা বিদায়ী অর্থবছরের মূল বাজেটের চেয়ে সাড়ে ১৫ শতাংশ এবং সংশোধিত বাজেটের চেয়ে ২৯ শতাংশ বেশি। এতে আয় ও ব্যয়ের ঘাটতি থাকছে মোট ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা।
# বিএনপির নেতারা বলেছেন, এই সরকারের বাজেট ঘোষণার কোনো অধিকার নেই। ক্ষমতাসীন সরকারকে অবৈধ দাবি করে তারা বাজেট প্রত্যাখ্যান করছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপির দু’জন নেতা বাজেট নিয়ে নিজেদের এমন প্রতিক্রিয়া জানান।
# ইংলিশ কাউন্টি লিগে খেলবেন কি খেলবেন না এই নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন মুস্তাফিজুর রহমান। তবে কথা রয়েছে আগামী ১০ জুন সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে মাঠে নামবেন তিনি। যদিও আইপিএল ফেরত মুস্তাফিজ শারিরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন। তাই সাসেক্সের হয়ে খেলার ব্যাপারটি তার শারীরিক অবস্থার উপরই নির্ভর করবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
#সম্প্রতি নিজেদের দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ ক্রমাগত হারাতে থাকলেও এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গ্রুপের তকমা জুটেছে আইএসের। বুধবার সেন্টার ফর দ্য অ্যানালাইসিস অব টেরোরিজম এর করা নতুন একটি প্রতিবেদনে তথ্যটি জানানো হয়। এটি তৈরি করেন সন্ত্রাস বিশেষজ্ঞ জাঁ-চার্লস ব্রিসার্ড এবং ডেমিয়েন মার্টিনেজ।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই